ঢাকা, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ডাকসু নির্বাচন নিয়ে ধোঁয়াশা


প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

কয়েকবছর বন্ধ থাকার পর গতবছর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন।ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর এবং জিএস নির্বাচিত হন গোলাম রাব্বানী।
এদিকে ডাকসু কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই ৩৬৫ দিনের মধ্যেই নির্বাচন হওয়ার কথা থাকলেও আরো বাড়তি ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা।কিন্তু বর্তমান করোনা মহামারীতে নির্বাচন নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।
কবে নির্বাচন হবে তা নিয়ে সুস্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না।
অনেক ছাত্র সংঘটনেরর নেতারা চাচ্ছেন করোনা মহামারী যাওয়ার পরই নির্বাচন হতে হবে।
বিশ্ববিদ্যালয়েরর ভিসি অধ্যাপক ড.আখতারুজ্জামান জানান নিয়ম নীতি মেনেই যা হবার হবে।
সাধারন শিক্ষার্থীরাও চায় আগামী নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশেই হবে।