তথাকথিত প্যারিস রোডকে রওশন আলীর নামে নামকরণের দাবী তুলল যশোর কমিউনিটি

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২১

যশোর কমিউনিটি আজ ৩০ মে রোজ রবিবার বেলা ১১ টায় যশোর প্রেস ক্লাবে মত বিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটির সভাপতি ডাঃ মোঃ রাইয়ান হাসার, সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ, সাংগঠনিক সম্পাদক সনজিৎ চক্রবর্তী, দপ্তর সম্পাদক মোঃ নাবিদ হাসার, মনিরামপুরের সভাপতি সৌরভ ভট্টাচার্য, চৌগাছার সহ-সভাপতি রাজ জামান, ঝিকরগাছার সভাপতি জিহাদ হোসেইন, অভয়নগরের সাধারণ সম্পাদক রাহিদ হাসান রুদ্র, ছাত্র কমিউনিটির সাধারণ সম্পাদক মুজাহিদুল মুন্না সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে যশোর কমিউনিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেয়া হয়। যশোর কমিউনিটির পক্ষ থেকে যশোরের জন্য কিছু দাবীও তোলা হয়।

১। যশোর সিটি কর্পোরেশন অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
২। যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে এবং এটার নাম যদি কারো নামে নামকরণ হয় সেটা যেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নামে হয়।
৩। একটি রাস্তাকে প্যারিস রোড বলে অনেকেই সম্বোধন করছে। এই রাস্তার নামকরণ সাবেক এমপি ১৯৭০ সহ একাধিক নির্বাচনে জয়ী এডভোকেট রওশন আলীর নামে নামকরণ করা হোক।