তরুন নাট্যকার গোলাম সারোয়ার অনিকের এবারের ঈদে ৬ টি নাটক

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় রচয়িতা গোলাম সারোয়ার অনিকের লেখা এবারের ঈদে ৬টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত হতে যাচ্ছে।এর আগেও তিনি বিভিন্ন সময়ে বেশ কিছু ভালো নাটকের গল্পের জন্ম দিয়ে দর্শকদের মন কেড়েছেন তারমধ্যে টু লেট ব্যাচেলর , গল্পটা রোমিও জুলিয়েটের নয় , পিছুটান অন্যতম। তাই এবারের ঈদেও তিনি দর্শকদের জন্য ৬টি নাটকের গল্প লিখেছেন। নাটকগুলিতে ছোট পর্দার বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করেছেন। এবারের ঈদে তার নাটক গুলো :

১। অবাক প্রেম

ঈদের দিন রাত ৯ টায়,এনটিভির পর্দায় দেখতে পাবেন।

নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব,মেহজাবিন ও আনন্দ খালেদ এবং নাটকটি পরিচালনায় বি.ইউ.শুভ।

২। জিরো গ্রাভিটি

ঈদের ৩য় দিন বিকেল ৫:৩০ মিনিট, বাংলাভিশনের পর্দায়।

নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা এবং পরিচালনায় রয়েছেন মহিদুল মহিম।

৩। কালাচান 007

অত্যাধিক মজার একটি গল্প কালাচান ০০৭।

এই নাটক টির পূর্বের নাম ছিল তোর বাপ আজব। নাটকটি সম্প্রচারিত হবে আর টিভির পর্দায় ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭.১০ মিনিটে।

নাটক টিতে অভিনয় করছেন তৌসিফ, তাসনিয়া ফারিন ও আফরান অনিক এবং পরিচালনায় মোঃ মেহেদী হাসান জনি।

 

৪। ডেঞ্জার লাভ

নাটকটি সম্প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯:৩০, এনটিভির পর্দায়।

অভিনয়ে আছেন সকলের পরিচিত মিশু সাব্বির,তাসনিয়া ফারিন, সিয়াম নাসির ও তানজিম হাসান অনিক এবং পরিচালনায় আছেন মোহন আহমেদ।

 

 

৫। ডেটিং শেটিং

নাটকটির কাহিনি বর্তমান সময়ের তরুণদের প্রেম কাহিনী নিয়ে গড়ে তোলা হয়েছে। নাটকটি আপনারা দেখতে পাবেন এনটিভির পর্দায় ঈদের ৭ম দিন রাত ১১ টায়।

অভিনয় করছেন জোভান,তাসনিয়া ফারিন এবং পরিচালনায় আছেন মোহন আহমেদ।

 

 

৬। ভুলতে পারিনি

সম্প্রচারিত হবে আর টিভির পর্দায়।

অভিনয় করবেন অপূর্ব,সারিকা ও মৌসুমি হামিদ এবং পরিচালনায় বি.ইউ.শুভ।

লেখক আশা করছেন তার লেখা এবারের ঈদের নাটকগুলো দর্শকদের লকডাউন পরিস্থিতির মধ্যে বিনোদনের মাত্রা অনেকখানি বাড়িয়ে দিবে ।