তালায় ইউপি সদস্য কর্তৃক সম্পত্তি জবর দখলের চেষ্টা Admin Admin প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১ বি এম বাবলুর রহমান ( সাতক্ষীরা) তালা সদরের মোবারকপুর গ্রামের পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টা অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন শেখ সহ তার অনুসারীরা। ভুক্তভোগী জাকির হোসেন জবর দখলকারীদের নামে তালা থানার একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ মতে উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবুল কাশেম এর তিন পুত্র মোঃ জাকির হোসেন গাজী, মোঃ ইকবাল হোসেন গাজী ও মৃত্যু ফারুক হোসেন গাজীর স্ত্রী সামসুন্নাহার বিউটিরা তাদের পৈত্রিক সম্পত্তি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে অদ্যবধি নিরাষ্কুশ স্বত্ব দখলীকার থাকা অবস্থায় ভোগদখলে আছেন। এবং উক্ত জমিতে মোঃ ইকবাল হোসেন কয়েক বছর গ্যারেজ হিসাবে ভোগদখলে রয়েছেন। গত ৩০-১১-২০২১ তারিখে অভিযুক্ত একই গ্রামের মৃত আকিমুদ্দীন শেখের পুত্র লিয়াকত শেখ, আলাউদ্দীন শেখ, গিয়াসউদ্দিন শেখ,নূর ইসলাম শেখ, আলাউদ্দীন শেখ এর পুত্র জাহাঙ্গীর শেখ ও দেলোয়ার হোসেন শেখ,লিয়াকাত শেখের পুত্র আলমগীর শেখ, এবং গিয়াসউদ্দিন শেখ এর পুত্র রিপন শেখ একত্রিত হয়ে হাতে লোহার রড়,শাবল, কচা , বাঁশের চটা নিয়ে জমি জবর দখলের চেষ্টা করা কালে ভোক্তভোগীরা তাহাতে বাধা প্রদান করতে গেলে ইউপি সদস্য সহ সকলে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করেন মর্মে লিখিত অভিযোগে বলা হয়েছে। এবিষয়ে প্রতিবেশী নজরুল ইসলাম , হাফিজুর রহমান, বাহারুল ইসলাম, সামছুন্নাহার বিউটি,ও আমেনা বেগম বলেন তারা সারাজীবন দেখে আসছেন যে জাকির হোসেন সহ তার ভাইয়েরা জমি দখল করেন। এলাকার মেম্বারের নেতৃত্বে এখন কিছু লোক তাদের বের হবার পথ দিতে হবে বলে জোরপূর্বক জবরদখলের চেষ্টা করছে এবং বলছে জ্বর দখলের চেষ্টা বাধা প্রদান করতে গেলে খুন জখম করে ফেলবে বলে হুমকি ধামকি প্রদর্শন করছেন। ভুক্তভোগী মোঃ ইকবাল হোসেন জানান সি এস, এস এ, ডি পি সহ সকল রেকর্ড তাদের আছে এবং এই জমি এক সময় কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে তলিয়ে থাকতো সে লক্ষ টাকা খরচা করে জমিতে মাটি ভরাট করে নিজের গ্যারেজ করেছেন।এছাড়া তিনি আরো জানান তাদের ৮০ বছরের পুরোনো বসত ঘর ভেঙে প্রতিপক্ষের যাতয়াতের পথ দিতে হবে বলে জবর দখল করার চেষ্টা করছেন। এবং খুন জখমের হুমকি দিচ্ছে। জবর দখলকারী নেতৃত্বে থাকা ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন শেখ ঘটনায় সত্যতা স্বীকার করে জানান, তাদের তিন শরির দের জমি তারা অপরপ্রান্তে দখল করেন। সকলের কাগজ পত্র আছেন বলে তিনি জানান।তিনি আরো বলেন ইকবাল হোসেন গাজী রা জমিতে দখলে থেকে মার্কেট করেছে। বিশ বছর ধরে ভুয়া কাগজপত্র তৈরি করে নিয়েছেন বলে জানান। মানবিক কারনে আমাদের চলাচলের জন্য পথের খুব প্রয়োজন আসুন আপনারা দেখুন আমাদের বের হওয়ার কোন রাস্তা নেই। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান এমন একটি অভিযোগ বিষয়ে নিশ্চিত করেন। এবং অভিযোগে ভিত্তিতে নিজেই বিরোধী জমি পরিদর্শন করেছেন এবং পক্ষ দ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেছেন। SHARES সাতক্ষীরা বিষয়: