তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২১

বি এম বাবলুর রহমান (সাতক্ষীরা)
মানব সেবাই পরম ধর্ম এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা স্বেচ্ছাসেবক মূলক সংগঠন তালা মানব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্হ হতদরিদ্র অসহায় একশত শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।

বুধবার (২৮ শেখ) ডিসেম্বর সকাল এগারোটার মানব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে তালা মাঝিয়াড়া অস্হায়ী কার্যালয় চত্বরে সংগঠনের পরিচালক মোছাঃ নিগার সুলতানা ও এস এম হাসান আলী বাচ্চু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরণ করেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জিহাদ ফকরুল আলম খাঁন।

বিশেষ অতিথি হিসাবে কম্বল বিতরণ করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নাজমুন নাহার,তালা সমাজ সেবা কার্যালয় এর ইউনিয়ন সমাজসেবা কর্মী তৌফিক ইমরান। মানব উন্নয়ন ফাউন্ডেশনের সাবেক পরিচালক এস এম আকরামুল ইসলাম,ছাত্রলীগের সাবেক সাতক্ষীরা জেলার সাধারন সম্পাদক নাজমুল হুদা পলাশ, ইউপি সদস্য ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, ছাত্র নেতা ইউনুস আলী, সেভ ওয়াল্ড লাইফ এর সদস্য বি এম বোরহান উদ্দিন, সাংবাদিক, মোঃ লিটন হুসাইন, জহুর হাসান সাগর,পার্থ প্রতীম মন্ডল, ফয়সাল হোসেন, অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ফারুক হোসেন, মোঃ সুমন শেখ, মোঃ মফিজুল শেখ প্রমুখ।

মানব উন্নয়ন ফাউন্ডেশন শুধুমাত্র একটি সমাজ সেবামুলক স্বেচ্ছাসেবী প্রতিষ্টান। এই প্রতিষ্টানের মাধ্যমে বিনামুল্যে অসহায়দের মাঝে খাদ্য, বস্ত্র , বাসস্থান চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা সহ মানব কল্যান মুলক বিভিন্ন প্রকার সেবামুলক ও উন্নয়ন মুলক কার্যক্রম ২০০৮ সালে সরকারী নিবন্ধন প্রাপ্তির পর থেকে অব্যাহত রেখেছেন। আমন্ত্রিত সকল অতিথি বৃন্ধ এই প্রতিষ্টানে নিঃশ্বার্থ ভাবে মানবের কল্যাণে নিবেদিত কাজ করার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।