ঢাকা, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

তালায় হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত


প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২


বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা
)
সারাদেশে শীতের শেষে হঠাৎ বৃষ্টির কারনে সারা দেশের ন্যায় তালা উপজেলা মানুষ চরম বিপাকে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচ মাল ব্যাবসায়ীরা।

শুক্রবার (৪ফেব্রুয়ারী) সকালে শীতের কোন রেশ ছিল না। আচমকা হঠাৎ বেলা বারোটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়া বইতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আকাশে বিদ্যুৎ চমকে শুরু হয় বৃষ্টি।
তালা উপজেলা থেকে সারাদেশে প্রতিদিন হাজার হাজার মন সবজি রপ্তানি হয়। কিন্তু বৃষ্টির কারনে সব কিছুই বন্ধ হয়ে গেছে। তাছাড়া সরকারী ছুটির দিনে কর্মজীবীরা সাপ্তাহিক কেনাকাটা করতে পারেনি। আজ সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে প্রাপ্ত সকালে ৭ টার টিকে তালা সাতক্ষীরার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী পরে বৃষ্টির পর থেকে এখন নেমে এসেছে ২০ ডিগ্রী সে:।

বেলা বারোটার পর থেকে সন্ধ্যার পর্যন্ত বৃষ্টি অব্যহত রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এছাড়া মাঝেমধ্যে দমকা হাওয়া বইছে। শীত ঘন হয়ে আসছে তালা কপোতাক্ষ নদের পানি বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে কয়েকদিন এমন বৈরী আবহাওয়া থাকবে বলে জানা গেছে।