দায়িত্ব নিয়েই সর্বাধিক নির্বাহী আদেশে সই করলেন বাইডেন Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে শপথ নিয়েছেন জো বাইডেন। শপথ নিয়েই অগ্রাধিকার তালিকায় থাকা ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এসব আদেশের মধ্যে মাস্ক পরা, প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন ও ৭টি মুসলিম দেশের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ গুরুত্বপূর্ণ ইস্যুও রয়েছে। নির্বাহী আদেশে স্বাক্ষরের দিক থেকে ট্রাম্প ও বারাক ওবামা-দুজনকেই পেছনে ফেলেছেন জো বাইডেন। ট্রাম্প শপথগ্রহণের পর দুই সপ্তাহ সময়ে ৮টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। আর বারাক ওবামা স্বাক্ষর করেছিলেন ৯টিতে। এর মধ্য দিয়ে বাইডেন বুঝিয়ে দিলেন, পূর্বসূরি ট্রাম্পের নীতি পাল্টাতে তিনি বিলম্ব করতে রাজি নন। এর আগে অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জো বাইডেন বলেন, সহিংসতা ও বিভাজনের রাজনীতি ও সংস্কৃতির বিপরীতে এক গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র ও ঐক্যের প্রকল্প হাজির করছেন তিনি। বাইডেনের উপদেষ্টাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সীমান্ত দেয়াল, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের গৃহীত বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ ও আদেশকে পাল্টে দিতে বিভিন্ন নির্বাহী আদেশে সই করবেন বাইডেন। SHARES আন্তর্জাতিক বিষয়: