দীঘিনালায় শ্বশুরবাড়িতে বিষপান করে জামাইয়ের আত্মহত্যা Twipra Jack Twipra Jack প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১ খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় শ্বশুরবাড়িতে ১২ মধ্য রাতে বিষপান করে ভূবন জ্যোতি চাকমা(২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (১২সেপ্টেম্বর)মধ্যরাতে সদর উপজেলার মেরুং ইউনিয়নে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ভূবনের বাড়ি দীঘিনালা উপজেলার বাঘাইহাট রোডের জোড়া ব্রীজ এলাকায়। তিনি কালা কচু চাকমা ও নীরতা চাকমার ছেলে। তিনি বযক্তিগত জীবনে দুই কন্যার পিতা। নিহতের চাচা সুমৃত্যু চাকমা জানায়, পারিবারিক কোনো ঝামেলাও হয়নি। কিন্তু গতকাল রাতে ভূবন জ্যোতি চাকমা শ্বশুর বাড়ীতে বাড়ির লোকদের অজান্তে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, ঘটনাটি জেনেছি। নিহতের বাড়ি যেহেতু দীঘিনালা থানায় আইনি প্রক্রিয়াগুলো তারাই করবে। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। SHARES খাগড়াছড়ি বিষয়: