দেশে আজ সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড Abrar Atik Abrar Atik প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১ 3d render of coronavirus outbreak and influenza disease virus. medical concept করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত যা দেশের ইতিহাসে একদিনে ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তিন দিন ভাইরাসটিতে ১০০-এর বেশি মৃত্যু হয়েছে। এতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৮৫ জনে। আর গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এসব জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪০৪টি নমুনা সংগ্রহ করা হয়।গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩ হাজার ৬৯৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন। এদিকে সমান তালে চলছে করোনার প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম। SHARES জাতীয় বিষয়: