নগদ সহায়তা যারা পাচ্ছেন, তাদের নাম প্রকাশের দাবি বাসদের Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ২০, ২০২০ করোনাভাইরাস সঙ্কটে সরকারের নগদ সহায়তা যে ৫০ লাখ পরিবার পাচ্ছে, তার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। এই তালিকা নিয়ে অভিযোগ ওঠায় সোমবার বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন অসহায় মানুষদের জন্য ১২৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ৫০ লাখ গ্রহীতার তালিকা প্রণয়নে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ ঘটেছে, যার নিন্দা জানায় বাসদ। তিনি ৫০ লাখ গ্রহীতার নাম গণমাধ্যমে প্রকাশ এবং প্রত্যেক ইউনিয়ন পরিষদ এবং উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, ওয়ার্ড কাউন্সিল অফিসে টাঙ্গিয়ে দেওয়ার দাবি জানান। খালেকুজ্জামান বলেন, “দলীয়করণ ও অনিয়ম এমন পর্যায়ে হয়েছে যে তা আর ঢেকে রাখা যাচ্ছে না। তাই মন্ত্রণালয়ই তালিকায় থাকা ১০ লাখ নাম বাদ দিয়েছে। একই ভোটার আইডি ও মোবাইল নম্বরে অসংখ্য নাম। সরকারদলীয় লোকদের স্ত্রী, কন্যা, আত্মীয়-স্বজন যারা হতদরিদ্র না তাদের নামও তালিকায় রয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।” অনতিবিলম্বে ত্রাণ নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। SHARES রাজনীতি বিষয়: