নাটোরে পরিত্যক্ত অবস্হায় গ্রেনেড উদ্ধার। Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ নাটোর প্রতিনিধি: নাটোরে পরিত্যক্ত অবস্থায় একটি গ্ৰেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারী কলেজের গ্যারেজের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়। পুলিশ ও নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে শ্রমিকরা কলেজের গ্যারেজের রাস্তা নির্মাণের কাজ করছিল। এ সময় রাস্তা কাজের জন্য খোড়াখুড়ির এক পর্যায়ে শ্রমিকরা মাটির মধ্যে ওই গ্রেনেডটি দেখতে পায়। পরে তারা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানায়। কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ এসে গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ফেলে রেখে যাওয়া। SHARES সারা বাংলা বিষয়: