নারী ডজবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশ আনসার Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২২ জাতীয় নারী ডজবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। বুধবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে আনসার ১০-৫ পয়েন্টে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে পরান মাখদুম স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার স্থান নির্ধারণী ম্যাচে পরাণ মখদুম ৬-১ ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে তৃতীয় স্থান পায়। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে শেখ রাসেল স্পোর্টস একাডেমি। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ফকির ও বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফি এবং সেই সঙ্গে সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। SHARES খেলাধুলা বিষয়: