নিজের বায়োপিকে কাকে চান মাশরাফি? News Publisher News Publisher প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ মাশরাফি কি শুধুই একটি নাম? অবশ্যই নয়। অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের কাছে তো নয়ই। তার বর্ণাঢ্য জীবন নিয়ে সিনেমা করার কথা চলছে অনেকদিন ধরেই। ভারতীয় পরিচালক রাজ চক্রবর্তী তো অনেক আগে থেকেই বলে বসে আছেন তিনি সিনেমা নির্মাণ করতে চান এই কিংবদন্তিকে নিয়ে । কিন্তু মাশরাফির ভাবনা কি। তা এতদিন জানা না গেলেও সম্প্রতি একটি অনলাইন আড্ডাই জানিয়েছেন সিনেমা নিয়ে তার মনের ভাবনা। তারকাদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা নতুন কিছু নয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রয়েছে বর্ণাঢ্য জীবন। যদি তাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয় তবে নিজের চরিত্রের জন্য কাকে পছন্দ করবেন এই সফল অধিনায়ক? গত ২৭ মে রাতে ‘নট আউট নোমান’ ফেসবুক পেজে লাইভে এসে উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান, শুভকে তার পছন্দ। মাশরাফি বলেন, ‘আমার জীবনী নিয়ে সিনেমা নির্মিত হলে সেই সিনেমায় আরিফিন শুভকে দেখতে চাই। ছেলেটি বেশ ভালোই দেখতে। আর অভিনয়ও বেশ ভালো করে।’ নিজের বায়োপিক নিয়ে আলোচনা করলেও তা নিজের নির্মাণের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মাশরাফি। SHARES খেলাধুলা বিষয়: