নয়াদিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের Abrar Atik Abrar Atik প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২ ভারতের নয়া দিল্লি যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে। আজ সোমবার (২১) দুপুরে তিনি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইট যোগে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। ওবায়দুল কাদের গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউ-তে ভর্তি হন। তার চিকিৎসায় বিএসএমএমইউ উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। পরে গত ২৬ ডিসেম্বর সকালে তিনি চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ত্যাগ করেন। SHARES রাজনীতি বিষয়: