পরীমনিকে নিয়ে যা বললেন তার নানা এবং খালা Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১ চিত্রনায়িকা পরীমণিকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে পরিবার। বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন তার নানা ও খালা। শুক্রবার (০৬ আগস্ট) পরীমণির নানা ও খালার সঙ্গে কথা হলে এমনটি দাবি করেন তারা। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরী ইউনিয়নের দক্ষিণ সিংহখালী গ্রামে শামসুল হক গাজীর বাড়িতে বর্তমানে বসবাস করছেন তার ছোট মেয়ে পরীমণির খালা তাসলিমা বেগম। তিনি বলেন, ‘নায়িকা হওয়ার পর সময় পেলেই শৈশবের স্মৃতি বিজড়িত নানার বাড়িতে আসতো পরীমণি। জনপ্রিয়তার কারণে ষড়যন্ত্র করে পরীমণিকে ফাঁসানো হয়েছে।’ এদিকে, নায়িকা পরীমণির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। সর্বশেষ প্রায় চার ঘণ্টার অভিযানের পর ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে তাকে আটক করে র্যাব। তার বাসা থেকে উদ্ধার দেখানো হয়েছে— বিপুল পরিমাণ বিদেশি মদ, নতুন মাদক এলএসডি ও আইস। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায়ই রাতেই মাতাল হয়ে দলবেঁধে বিভিন্ন ক্লাব ও তারকা হোটেলে ঘুরে বেড়াতেন। কোনও নিয়মের তোয়াক্কা করতেন না। ‘সুনির্দিষ্ট’ তথ্যের ভিত্তিতেই তার বাসায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাব। SHARES বিনোদন বিষয়: