পাহাড় ধ্বসের আশংকা,হুমকিতে হাজার পরিবার Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ চট্টগ্রাম জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী ১৭ টি পাহাড়ে বাস করছে প্রায় ১০০০ হাজার পরিবার।প্রতিবছরই চট্টগ্রামে পাহাড় ধ্বসে মারা যায় অনেক মানুষ। পাহাড় ধ্বসের কারনে মৃত্যু হতে পারে এমন কিছু বিশ্বাসই করেন না অনেক বাসিন্দা কারন হিসাবে বলেন অনেক বছর ধরেই তারা বসবাস করছে। যারা আতংকিত ওরাও চিন্তা করছে কোথায় যাবে।যাওয়ার জায়গা নেই অনেকেরই।আবার কম ভাড়ায় থাকা যায় বলে অনেকেই ছাড়তে চান না বাসা। কিন্তু প্রশাসনের নেই কোন চোখে পড়ার মত ব্যাবস্থা।শুধু বর্ষাকাল এলেই প্রশাসনের কর্মতৎপরতা চোখে পড়ে।পরিবেশবিদরা মনে করেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া বাসিন্দদের সরানো সম্ভব না। পাহাড় ব্যবস্থাপনা কমিটি বছরের পর বছর শুধু পরিকল্পনা সুপারিশই করে যাচ্ছে।বাস্তবায়ন হচ্ছে না কিছুই। এরই মাঝে গত কয়েকদিন টাক্না বর্ষনে মানুষের মৃত্যুঝুঁকি আরো বাড়ছে। SHARES চট্টগ্রাম কর্ণার বিষয়: