প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বেনাপোল ইউনিয়ানে গণটিকা কার্যকর্ম পরিচালিত হয়

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

জাহিদ হাসানঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। গণটিকার আওতায় আজ ৭৫ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

 এই কার্যকর্মে সারাদেশের ন্যায় কোভিড ১৯ এর গণটিকা দেওয়ার অংশ হিসাবে আজ যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়ন পরিষদের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ১০০০ জনকে দেওয়া হয় গণটিকার ২য় পর্বের ১ম ডোজ।

মঙ্গলবার (২৮ই সেপ্টেম্বর) সকাল ৯টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টিকা নিতে আসা নারী-পুরুষের দীর্ঘ লাইন। টিকা নেওয়ার জন্য তাদের মধ্যে আনন্দের অধীর আগ্রহ লক্ষ করা যায়।

তবে দীর্ঘ লাইন থাকায় কিছু সময় অপক্ষো করতে হচ্ছে টিকা নিতে আসা মানুষের। টিকা নিতে আসা মাহাবুর বলেন, টিকার প্রথম ডোজ নিতে গিয়ে পুরুষের লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, তবে লাইনটি অনেক দীর্ঘ তারপরও খুবই দ্রূত টিকা কার্যকর্ম সম্পন্ন হচ্ছে।

আব্দুল্লাহ আল মামুন নামে আরেকজন বলেন, অফিসে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে এসেছি। এখানে এসে লাইনে বেশি সময় দাঁডাতে হয়নি। আগের দিন টিকা দিতে এসে ফিরে গিয়েছিলাম। তবে আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আবারও গণটিকা কার্যকর্ম পরিচালনা করায় সহজে বাড়ির পাশ থেকে টিকা নিতে পেরেছি, টিকার জন্য দূরে যেতে হয়নি। টিকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

টিকা কার্যক্রম চলাকালীন সময়ে সর্বক্ষণিক উপস্থিত ছিলেন ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান। তিনি বলেন, ১ম পর্বের গণটিকায় ছোটখাটো কিছু ভূল আমরা শুধরিয়ে নিয়েছি যার ফলে খুব দ্রূতই টিকা কার্যকর্ম সম্পন্ন হচ্ছে। তিনি আরো বলেন, জনসাধারণ যাতে নির্বিঘ্নে টিকা নিতে পারে সেজন্য আমি, প্রশাসন, আনসার, স্কাউট এবং স্বাস্থ্য বিভাগের লোকজন সর্বদা খেয়াল রাখছি।