বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন – পায়রা বন্দর Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সোহায়েলের নেতৃত্বে বন্দরের সদস্যবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ারত করেন। তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদ এবং স্বাধীনতা যুদ্ধের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন পায়রা বন্দর চেয়ারম্যান। SHARES জাতীয় বিষয়: