বড়াইগ্রামে পাটের ক্ষেত থেকে মোবারক হোসেন নামে ১ ব্যক্তির লাশ উদ্ধার।। News Publisher News Publisher প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০ মোঃ সুরুজ আলী,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পাটের ক্ষেত থেকে মোবারক হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭ ঘটিকার দিকে উপজেলার সোনাবাজু উচ্চ বিদ্যালয়ের পেছনে পাট ক্ষেতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃতব্যক্তি উপজেলার ইকোরি গ্রামের খইর উদ্দিনের পুত্র। পুলিশ প্রাথমিকভাবে জানায়, গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা হতে পারে। এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান- মৃত মোবারক কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যার কারণে তার কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES সারা বাংলা বিষয়: