বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধা পিউস কোড়াইয়ার মৃত্যু।। Shuruj Bonpara Shuruj Bonpara প্রকাশিত: 1:45 AM, December 17, 2020 নিজস্ব প্রতিনিধি।নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকার প্রবীণ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা পিউস কোড়াইয়া (৮০) মৃত্যুবরণ করেছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় বনপাড়া আমেনা হাসপাতালে তিনি মারা যান। এর আগের দিন রাতে অসুস্থ জনিত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কালিকাপুর এলাকার মৃত জার্মান কোড়াইয়ার ছেলে। বৃহস্পতিবার সকাল ১১টায় বনপাড়া গীর্জায় তাঁর আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হওয়ার পর তাঁকে খ্রীষ্টান কবরস্থানে সমাহিত করা হবে। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনি আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। SHARES ক্যারিয়ার বিষয়: