বড়াইগ্রামে মাদ্রাসার নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে মানববন্ধন Shuruj Bonpara Shuruj Bonpara প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩ নিজস্ব প্রতিনিধি, নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার মালিপাড়া ইসলামপুর গুনাইহাটি ফাযিল ডিগ্রী মাদ্রাসার গোপনে নিয়োগ বানিজ্যের মাধ্যমে ৫টি পদে নিয়োগ প্রক্রিয়া বিরুদ্ধে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী ও অভিভাবক। বৃহস্পতিবার সকালে বনপাড়া পৌরসভার মালিপাড়া ইসলামপুর গুনাইহাটি ফাযিল ডিগ্রী মাদ্রাসার গেটে সামনে এই মানববন্ধন করেন এলাকার শতাধিক সচেতন এলাকাবাসী ও অভিভাবক। এই সময় তারা দূর্নীতিবাজ, অর্থলোভী, বদমেজাজী, দুঃশ্চরিত্র, অত্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী প্রিন্সিপাল মাওলানা ওসমান গণির অপসারণের দাবি জানান। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,ব্যবসায়ী শামছুদ্দিন শেরশাহ, ইকবাল, রাকিব ও আজিজ মজুমদার। এ সময় তারা অভিযোগ করে বলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির ও প্রিন্সিপাল অতন্ত্য গোপনীয়তা রক্ষা করে স্থানীয় ব্যক্তিদের প্রাধান্য না দিয়ে আর্থিক ভাবে প্রভাবিত হয়ে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অবৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে এবং প্রক্রিয়া চালাচ্ছে মানববন্ধন বক্তারা বলেন সুষ্ঠু নিয়ম তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নইলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা ওসমান গণি তার বিরুদ্ধে আনিত সকল প্রকার অভিযোগ অস্বীকার করেন। SHARES প্রচ্ছদ বিষয়: