বড়াইগ্রামে ১৫ একর কৃষি জমিতে সঠিক সময়ে পানি সেচ না দেওয়ায় কৃষকের ফসল পুড়ে ছাই

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

বড়াইগ্রামে ১৫ একর কৃষি জমিতে সঠিক সময়ে পানি সেচ না দেওয়ায় কৃষকের ফসল পুড়ে ছাই

 

মোঃ সৈকত হোসেন

নাটোর জেলা প্রতিনিধি।

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৬ নং গোপালপুর ইউনিয়নের রাজাপুর হাট রাওতা পুরান পাড়া গভীর নলকূপের আওতায় ১৫ একর ধানী জমিতে পানি সেচ না দেওয়ায় ফসল পুড়ে ছাই। রাজাপুর হাট রাওতা গ্রামের কৃষক ১। মোঃ হাবিবুর রহমান ২। আনোয়ার হোসেন ৩ ।দুলাল ৪। শুক্তা ৫। ইউসুব ৬ ।দুলাল সহ ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, রাওতা পুরান পাড়া গভীর নলকূপের আওতায়১৫ একর ফসলী জমিতে তারা ধানের আবাদ করেন, জমিতে প্রতিবছর ধানের সিজন আবাদ বাবদ ২২০০ টাকা করে নলকূপ পরিচালক মোঃপিন্টু খানকে নগদ প্রদান করেন।টাকা পরিশোধ করলেও কৃষকের ফসলি জমিতে সঠিক সময়ে পানি সেচ না দেওয়ায় তাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা । তারা বলেন প্রতি বছর ধানের সিজিনে ২২০০ টাকা দেওয়ার কথা থাকলেও ২৫০০ করে টাকা দেই তারপরও কাঙ্খিত সেবা মিলছে না। ধানের ফসলি জমিতে সঠিক সময়ে পানি সেচ না দেওয়া ফসল পুরে ছাই হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন আগে মিন্টু বিশ্বাসকে আমরা ধান দিতাম। এবার থেকে ধানের বদলে টাকা দেওয়ার কারনে উনি ক্ষিপ্ত হয়ে আমাদের জমিতে পানি সেচ দেইনি। তাই আমাদের জমির ফসল যেখানে বিঘা প্রতি ৪০ মন হারে উৎপাদন হওয়ার কথা থাকলেও বিঘাতে চার-পাঁচ মন হবে বলে তাদের ধারণা। তাই তারা গভীর নলকূপ পরিচালক পিন্টু খানসহ যারা গভীর নলকূপ পরিচালনা কমিটি আছে তাদের বিচারের দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন আমাদের দাবি একটাই ফসলের যে, ক্ষয়ক্ষতি সাধন করেছেন এমন কাজ পুনরায় আর যাতে না করে এর জন্য বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার শুভ দৃষ্টি কামনা করেছেন।