বলে লালা নিষিদ্ধে সমস্যা নেই জাহানারার Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ করোনায় উদ্ভূত পরিস্থিতির কারণে সংক্রমণ এড়াতে বলে লালা ব্যবহারে নিষিদ্ধ করেছে আইসিসি। আগামী মাসে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ থেকে বলে উজ্জ্বলতা ধরে রাখতে লালা ব্যবহার করতে পারবেন না কোনো বোলার। বিষয়টি নিয়ে বিশ্বসেরা পেস বোলারদের মুখে হতাশার ছায়া দেখা গেলেও এতে কোনো সমস্যাতেই পড়বেন না বলে জানান বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলম। তিনি জানিয়েছেন, খেলোয়াড়ি জীবনে বলের মধ্যে খুব বেশিবার লালা ব্যবহার করেননি তিনি। এমনকি সুইং আদায় করে নিতেও লালার প্রয়োজন পড়ে না তার। এর ব্যবহার ছাড়াই বলে সুইং ধরাতে সিদ্ধহস্ত এ বাঘিনী। রোববার একটি ইংরেজি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান জাহানারা। জাহানারা বলেন, আমি দিনে ১০-১২ ওভার বোলিং করি। পুরো ক্যারিয়ারে হয়তো ২-৩ বার লালা ব্যবহার করেছি। তবে বলে সুইং ধরান কীভাবে, এ প্রশ্নে জাহানার বলেন, লালার পরিবর্তে আমি সবসময় ঘাম ব্যবহার করি। যদিও লালা ব্যবহার করে বলের উজ্জ্বলতা ধরে রাখা সহজ। তবে আমি মনে করি হালকা পানি দিয়ে ভিজিয়ে ট্রাউজারে ঘষলেও একই কাজ সম্ভব। তিনি আরও বলেন, আমার বাড়তি সুবিধা হলো, আমি নতুন বলে ন্যাচারাল সুইং পাই এবং বল পুরনো হয়ে গেলে রিভার্স সুইংও করে। তাই এটি আমার জন্য কোনো সমস্যা নয়। SHARES খেলাধুলা বিষয়: