বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা বিশ্বে চতুর্থ Abrar Atik Abrar Atik প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২১ ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের বাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭ তম। অর্থাৎ বসবাস অযোগ্যের তালিকায় ঢাকা এখন বিশ্বে চতুর্থ। এ জরিপ অনুসারে ২০২১ সালে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। আর তালিকায় সবার নিচে থাকা শহরটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক। ৩৩ দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে এ বছর সর্বশেষ ঘোষিত তালিকার চেয়ে একধাপ এগিয়েছে ঢাকা। ২০১৯ সালে তালিকার ছিল ১৩৮ নম্বরে। আর এবার রয়েছে ১৩৭ নম্বরে। এর আগে, ২০১৮ সালে ঢাকা ছিল ১৩৯তম শহর। SHARES জাতীয় বিষয়: