বাগআঁচড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে কুরবানির মাংস বিতরণ

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি বছরের ন্যায় শার্শা উপজেলাধীন বাগআঁচড়া ইউনিয়ানের বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থীর প্রত্যেকের মাঝে আটশত গ্রাম করে কোরবানির মাংস বিতরণ করা হয়।

ঈদের তৃতীয় দিন মঙ্গলবার সকালে স্কুল কমিটির দাতা সদস্য কে বি এম মাহমুদের সহযোগীতায় এবং স্কুল কমিটির সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মো আব্দুল খালেক এর সার্বিক দিকনির্দেশনায় ও নিজে উপস্থিত থেকে এ মাংস বিতরণ অনুষ্ঠানে সম্পন্ন করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সামটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, সমাজ সেবক মতিয়ার রহমান, স্কুল সহকারী আবু মুছা, আসাদুল ইসলাম, ইউপি সদস্য ৩নং ওয়ার্ড বাগআঁচড়া উত্তর, রফিকুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক। এছাড়া অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, সরদার শাহারীন আলম বাদল, হাজী মোহাম্মদ বাবলু মিয়া, ফেরদৌস আহম্মেদ রাজু, আহাদুজ্জামান, মারুফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ শেষে স্কুল কমিটির সভাপতি ও ১০নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছি এবং আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।