বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু Shuruj Bonpara Shuruj Bonpara প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩ হাসান আলী সোহেল,বিশেষ প্রতিনিধি। নাটোরের বাগাতিপাড়ায় রাজশাহীগামি উত্তরা এ´প্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ২২০ নং বড়াল রেলব্রীজে এ দুর্ঘটনা ঘটে। বাগাতিপাড়া এলাকায় রেলে কর্মরত লাইন মিস্ত্রি মোঃ আব্দুল আজিজ এই তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাত পরিচয় ওই যুবক মানসিক প্রতিবন্ধী। আজ সকাল ১০ টার দিকে রাজশাহীগামি উত্তরা এ´প্রেস ট্রেন ২২০নং বড়াল রেলব্রীজ অতিক্রম করার সময় ওই ব্রীজের ওপর দাঁড়িয়ে থাকা মানসিক প্রতিবন্ধী ওই যুবক হাত নারিয়ে ট্রেন থামানোর চেষ্টা করে। এসময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে গার্ডারে আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বলেন, নিহত ওই যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন ওই যুবক মানসিক প্রতিবন্ধী এবং ইতোপুর্বে ওই এলাকায় তাকে ঘুরাফেরা করতে দেখা গেছে। বিষয়টি রেলের উর্ধতন কর্মকর্তা জানানো হয়েছে। SHARES প্রচ্ছদ বিষয়: