বাগেরহাটের মেয়ে অপহরণ : সন্দেহে আটক অভয়নগরের নাজমা বেগম Admin Admin প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুন ১, ২০২১ গত ২৬ তারিখ থেকে ১৩-১৪ বছরের মিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। গত কয়েক মাস ধরে যশোরের অভয়নগর উপজেলার প্রফেসর পাড়া নিবাসী নাজমা বেগমের সাথে কথোপকথন লক্ষ্য করে পরিবার যখন বাঁধা দেয়, তখন পরিবারকছ মিথ্যা কথা বলতে বলে বলেও জানিয়েছেন পরিবার। পরিবারের কাছ থেকে জানা গিয়েছে যে মিমের সাথে নাজমা বেগমের কথোপকথনের রেকর্ড পাওয়া গিয়েছে অ্যাপের মাধ্যমে। তারা পুলিশের কাছে যখন মামলা করেছে সাথে মিমের মোবাইল নাম্বারের কল লিস্ট চেক করে পেয়েছে। যদি নাজমা বেগম তাকে অপহরণ না করে তবে গত ২৬ তারিখ থেকে কোথায় গেল মিম। পরিবার নানাভাবে জানতে পেরেছে যে নাজমা বেগম মীমকে তার খুলনার আরেক বাড়িতে লুকিয়ে রেখেছে।আর অভয়নগর থানা পুলিশ যখন নাচবা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হয় যে কোথায় লুকিয়ে রাখা হয়েছে মীমকে তখন তাদেরকে নাজমা বেগম জানিয়েছেন , এমন কোন কিছুই করেন নাই এবং সে এখনো কোনো কিছু স্বীকার করে নাই এবং নিমের কোন বিষয়ে কোনো রকম তথ্য তা জানা নাই। যখন কয়েক মাস আগে ভেতর কথোপকথন প্রথম পরিবার এটা নিয়ে সন্দেহ করতো এটা নিয়ে আর কোন কিছু বলার নাই সে জানিয়েছে তার সাথে তার সম্পর্ক শুধুমাত্র মায়ের মত সাথে এটিও বলেছে পরিবার তাকে সময় দিতে না পারার কারণে সে তার সাথে সময় দেওয়ার কারণে মিম তার সাথে যোগাযোগ করতো তার সাথে আর কোন সম্পর্ক নাই আর মিমের অপহরণসহ তাকে খুঁজে না পাওয়ার বিষয়ে তার প্রথমে সম্পৃক্ততা নাই ।অভয়নগর থানা তে তার পরিবার আসার পর মীমকে খোঁজার জন্য নাজমা বেগমের খুলনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তারা যেতে চাইলে নাজমা বেগম তাকে বাধা দেয় এবং তাদের সবাইকে আজকের জন্য তার নওয়াপাড়া সাথে থাকার জন্য বলে এবং আগামীকাল তাঁদেরকে নিয়ে একসাথে খুলনায় যাবে বলে জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি এবং তারা এ বিষয়ে অভয়নগর থানা পুলিশের কাছে অনুরোধ চালিয়ে যাচ্ছে । যদি কেউ মিমের এই ছবি দেখে মীমকে কোথাও দেখে থাকেন তবে পরিবারকে জানানোর জন্য একান্ত অনুরোধ করা হচ্ছে। SHARES প্রচ্ছদ বিষয়: