বিএসএমএমইউ এর ফিভার ক্লিনিক-করোনা ল্যাব ঈদের আগের ও পরের দিন খোলা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৪ মে ঈদের আগের দিন ও ২৬ মে ঈদের পরের দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব রোগীদের সুবিধার্থে খোলা থাকবে।
আজ বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শুধুমাত্র ঈদের দিন ২৫ মে ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব বন্ধ থাকবে। এছাড়া বিএসএমএমইউ খোলা থাকবে ২৪ মে ঈদের আগের দিন খোলা থাকবে। তবে ঈদ উল ফিতরের দিন ২৫ মে এবং পরের দিন ২৬ মে বহির্বিভাগ বন্ধ থাকবে।
অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আন্তঃবিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে।