বিদেশি নাগরিকদের ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে লাগবে না ভিসা Abrar Atik Abrar Atik প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২২ বিদেশি কোনো নাগরিক রাশিয়ার বিরুদ্ধে লড়তে চাইলে ইউক্রেনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন ১ মার্চ থেকে। সোমবার রাতে এক টিভি ভাষণে এ ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খারকিভে রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, শান্তিকামী ইউক্রেনিয়ানদের হত্যার জন্য বিশ্বের কেউ রাশিয়াকে ক্ষমা করবে না। ক্ষতিকর – মিসাইল নিক্ষেপ, বোমাবাজি অতিসত্বর বন্ধ করা উচিত। বাসিন্দাদের সাবধান করে দিয়ে জেলেনস্কি বলেন, শত্রুদের প্রধান লক্ষ্য কিয়েভ। তারা পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে শহর বিদ্যুৎবিহীন করতে চায়। আমরা তাদের রাজধানীর প্রতিরক্ষা ভাঙতে দিইনি। তারা শত শত অন্তর্ঘাতী পাঠাচ্ছে। আমরা তাদের সবাইকে প্রতিহত করব। বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ান সৈন্যদের প্রতিহত করতে ইউক্রেন নিজেদের সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিকদের অস্ত্র দিচ্ছে, শেখাচ্ছে বোমা তৈরির কৌশল। SHARES আন্তর্জাতিক বিষয়: