বিদ্যুতিক আলোয় আলোকিত হচ্ছে,ভাইবোনছড়ার ৪টি গ্রাম Twipra Jack Twipra Jack প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২১ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সদরস্থ ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ ও ছোটবাড়ী এলাকাবাসীর যৌথ আয়োজনে ৪টি গ্রামে প্রায় ৪কোটি টাকার প্রকল্পের বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।এসময় সোলার প্যানেল,সেলাই মেশিন বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৮অক্টোবর) আড়াই টার দিকে ছোটবাড়ী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়। ইউনিয়নের ছোটবাড়ী পাড়া,জোরমরম হেডম্যান পাড়া,নির্মল কার্বারি পাড়া ও সেগুনবান এলাকায় মোট ৪টি গ্রামের প্রায় ৫০০পরিবার বিদ্যুতের সুবিধা পাবে।।এদিনের প্রতিপাদ্যের বিষয় ছিল “শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ”। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে হেলাধুলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সবার ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেই যাচ্ছে।বর্তমান সরকার উন্নয়নের সরকার এই এলাকায় বিদ্যুৎ দিয়েছে,বি্দ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি তত্বাবধায়ক প্রকৌশলী পওস সার্কেল মো: কামাল হোসেন,বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক উজ্জ্বল বড়ুয়া,পার্বত্য জেলা পরিষদের সদস্য এড:আশুতোষ চাকমা,পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য তাপস কুমার ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গরা। SHARES খাগড়াছড়ি বিষয়: