বিধি-নিষেধ ছাড়াই পর্যটকরা মালদ্বীপ ভ্রমণের সুযোগ পাবে Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ বিদেশি পর্যটকদের জন্য মালদ্বীপ নিজেদের দুয়ার খুলে দিচ্ছে। কোনও ধরনের বিধি-নিষেধ ছাড়াই জুলাই থেকে পর্যটকরা সেদেশে ভ্রমণের সুযোগ পাবেন। মালদ্বীপের পর্যটন বোর্ডের মুখপাত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এর আগে এক খসড়া প্রস্তাবে মালদ্বীপ ভ্রমণকারীদের কোভিড-১৯ নেগেটিভ প্রমাণে মেডিক্যাল সনদ উপস্থাপনের কথা বলা হয়েছিল। মার্চের মাঝামাঝি করোনা পরিস্থিতির কারনে সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় মালদ্বীপ। তবে গত মাসে ধাপে ধাপে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেয় তারা। ৩০ মে পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘২০২০ মালের জুলাই থেকে আমরা দর্শনার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা করছি।’ বিবৃতিতে আরও বলা হয়, অতিথিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হবে না। জুলাই থেকে মালদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের বাড়তি পরীক্ষা-নীরিক্ষার মধ্যে যেতে হবে না। তাদের জন্য কোয়ারেন্টিনও বাধ্যতামূলক নয় বলে সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়। SHARES পর্যটন বিষয়: