বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার”সুন্দরবন থেকে হরিণের মাংস মাথা পা সহ দুই শিকারী আটক”

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুক হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ৩০ মার্চ ভোর ৫টায় সুন্দরবনের ৪৬ নং কম্পার্টমেন্ট সাপখালি খালে অভিযান কালে একটি ডিঙ্গী নৌকা সহ ২ জন হরিণ শিকারীকে আটক করে। এ সময় ৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলো শ্যামনগর উপজেলার পার্শেমারি গ্রামের বেলায়াতের পুত্র মজিবর (৫২)ও কুদ্দুস শেখের পুত্র মইনুদ্দিন (৪০) এর পর নৌকায় অভিযান চালিয়ে ১টি হাড়িতে রান্না করা হরিণের মাংস,১টি হরিনের মাথা,৪খানা পা,সহ বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার জব্দ করে।
এ ঘটনায় কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে ১৯২৭সালের ২০০০সালে সংশোধনী ২৬(১)(চ)ও ২৬(1A) ধারায় পি ও আর ২২নং বন মামলা দায়ের পূর্বক সাতক্ষীরা জজ কোর্টে প্রেরণ করেছেন,এবং হরিণের মাথা পা স্টেশনের ভিতরে মাটিতে পুতে রাখা হয়েছে।