বিয়ে করার ভয়ে মাথা ন্যাড়া করে ফেললেন যশোরের মনিরামপুরের এক তরুণী Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: 11:25 PM, December 20, 2020 খুলনায় বিয়ে করবেন না বলে নিজের মাথার চুল বৈদ্যতিক রেজার দিয়ে ফেলে দিলেন এক তরুণী(২৪)। গত ১৫ ডিসেম্বর তিনি এই ঘটনাটি ঘটান। তিনি নগরীর দৌলতপুরের বিএল কলেজের স্নাতক পর্যায়ের (ডিগ্রী) ৩য় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলায়। লেখাপড়ার জন্য খুলনায় থাকেন। ওই তরুণী এ বিষয়ে জানান, তিনি এবছর বিয়ে করতে চান না। লেখাপড়া শেষে পুলিশে চাকরী করা তার ছেলেবেলার শখ। বিয়ে হলে তিনি পুলিশে চাকরীর পরীক্ষায় অযোগ্য বিবেচিত হবেন। এদিকে তার পরিবার থেকে বারবার বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাই উপায়ন্তর না পেয়ে তিনি মাথার ন্যাড়া করে ফেলেছেন। এতে তার পরিবার দারুন ভাবে ক্ষিপ্ত হয়েছে তার উপর। তবে ওই তরুণীর পরিবারের এক সদস্য জানিয়েছেন, প্রাপ্ত বয়স্ক মেয়েকে বাইরে রেখে তারা বেশ চিন্তিত থাকেন। তাই পছন্দের ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চান। SHARES যশোর কর্ণার বিষয়: