বেনাপোলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Admin Admin প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২ মুরাদ হোসেনঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর নগরী বেনাপোলে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে দিবসটি পালন করে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে আনন্দ শোভাযাত্রার পর বেনাপোল পৌর আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটার পর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ। এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি আব্দুর রহিম সর্দার। উক্ত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। SHARES রাজনীতি বিষয়: