বেনাপোলে সাবেক ও বর্তমান অনলাইন গ্রুপের একবছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

বিশেষ প্রতিনিধিঃ

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় সাবেক ও বর্তমান অনলাইন গ্রুপের একবছর পূর্তি উপলক্ষে আজ BFO-98 পয়েন্টে সীমিত পরিসরে কেক কেটে উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপটির উদ্যোক্তা দীপ বিশ্বাস ও এডমিন মিলন হুসাইন সহ বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন ব্যাচের প্রতিনিধি। তারা হলেন ৯৮ ব্যাচের সামন্ত দেবনাথ, ৯৯ ব্যাচের শেখ তরিকুল ইসলাম, শাহিমুজ্জোহা জয়, ২০১০ ব্যাচের রানা আহমেদ, রায়হান খান, অভিজিৎ স্বর্ণকার। ২০১৬ ব্যাচের আবু জুবায়ের অর্নব, ২০১৮ ব্যাচের মারুফ হাসান দিপু, এস কে আমান সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলেই গ্রুপটির মঙ্গল কামনা করে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

করোনা পরিস্থিতি বিবেচনা করে অনুষ্ঠানটি সীমিত পরিসরে আয়োজন করা হয়।