বেনাপোল রেসিডেন্সিয়াল ইনষ্টিটিউট এর বার্ষিক ফলাফল প্রকাশ

বেনাপোল রেসিডেন্সিয়াল ইনষ্টিটিউট এর বার্ষিক ফলাফল প্রকাশ

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী বেনাপোল রেসিডেন্সিয়াল ইনষ্টিটিউট (প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল) এর ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৫ই ডিসেম্বর শনিবার সকালে বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গনে এ অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রধান হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রমজান আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক ও বিভিন্ন প্রি-ক্যাডেট এর শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান বাবলুর পক্ষ থেকে প্রত্যেক শ্রেণী থেকে কৃতকার্য হয়ে উপরের শ্রেণীতে উত্তীর্ণদের মধ্য থেকে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারকারী ছাত্রছাত্রীদেরকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের কৃতকার্য প্রত্যেক ছাত্রছাত্রীকে সান্ত্বনা পুরষ্কার প্রদান করা সহ সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন বলেন, এই বিদ্যালয়টি ১৯৮২ সালে স্থাপিত বেনাপোলের ১ম ঐতিহ্যবাহী প্রি-ক্যাডেট স্কুল। আমরা এই স্কুলের ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর। তিনি সকলের সহযোগিতা এবং সুস্বাস্থ্য কমনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।