বৈষম্য দূর করতে গ্রুপ অ্যাডমিনদের ফেইসবুকের নতুন পরামর্শ News Publisher News Publisher প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ জাতিগত বৈষম্য এবং বর্ণবাদ দূর করতে গ্রুপের অ্যাডমিনদের সব বর্ণের মানুষকে অ্যাড করার নতুন পরামর্শ দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেইসবুক। ব্যবসায়িক কৌশলের জন্য ফেইসবুক গ্রুপ অনলাইনে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। গত কয়েক দিন ধরে বর্ণবাদবিরোধী আন্দোলনের কারণে অধিকাংশ গ্রুপের পোস্ট সামলাতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ব্ল্যাকস লাইভস ম্যাটার আন্দোলন সংক্রান্ত অনেক পোস্ট ‘রাজনৈতিক কারণ’ দেখিয়ে বিভিন্ন গ্রুপ থেকে অ্যাডমিন কিংবা মডারেটররা ডিলিট করে দিচ্ছেন। এর ফলে গ্রুপগুলোর অনেক পুরোনো সদস্য লিভ নিচ্ছেন। ফেইসবুক আগে তাদের পরামর্শে জানায়, প্রতিটি গ্রুপে নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত; যাতে সদস্যরা সেই বিষয়ে আলোচনা করতে পারেন। ফেইসবুক এখন বলছে, ‘অ্যাডমিনদের এ বিষয়ে সচেতন হতে হবে। সবার জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। যাতে সব বর্ণ, সব জাতির মানুষ কথা বলতে পারে। ’ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: