বড়াইগ্রামে মোটরসাইকেল -পিকআপ মুখোমুখি সংঘর্ষ নিহত১ News Publisher News Publisher প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ মোঃ সুরুজ আলী,বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাবনা-নাটোর মহাসড়কে গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী খোরশেদ আলম (২৩) জেলার সিংড়া থানার বড়িলা গ্রামের নেক মোহাম্মদের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, আজ শনিবার বিকেলে খোরেশেদ আলম তার মোটার সাইকেল চালিয়ে পাবনা যাচ্ছিলেন। পথে গুনাইহাটি এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি পিকাপের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার এবং দূর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে পিকআপের চালক-হেলপার পালিয়ে গেছে। SHARES সারা বাংলা বিষয়: