বড়াইগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষনচেষ্টা, আটক১ News Publisher News Publisher প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০ বড়াইগ্রাম,(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ১১ বছর বয়সের এক শিশুকে ধর্ষনচেষ্টার ঘটনা ঘটেছে। শিশুটি গোপালপুর সরকারপাড়া এলাকার মেয়ে ও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সোমবার দুপুরের সময় ফাঁকা বাড়ি পেয়ে মোহাম্মদ রফিক( ৩২)নামে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। সে পাবনার ঈশ্বরদী থানার আটঘরিয়া গ্রামের আব্দুল করিম বেনুর সন্তান। স্থানীয়রা জানান- শিশুটির বাবা-মা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিল। একা বাড়িতে গোসল করার সময় হঠাৎ পাশের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসা রফিক তার বাড়িতে ঢুকে।শিশুটিকে একা গোসল করতে দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং স্পর্শ কাতর জায়গায় হাত দিয়ে ধর্ষনের চেষ্টা করে।শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আমরা তদন্ত করছি তদন্ত শেষে প্রোয়জনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। SHARES প্রচ্ছদ বিষয়: