বড়াইগ্রাম অটো চার্জার ভ্যান ছিনতাইকারী ৩জন আটক।। Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ নাটোর বড়াইগ্রাম থানার মৌখাড়া এলাকায় চার্জার অটো ভ্যান চালককে জিম্মি করে অটো ভ্যান ছিনতাইকালে তিনজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। ছিনতাইকৃত অটো চার্জার ভ্যান এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করে, ছিনতাকারী মহাম্মদুল খান বাড়ী খোলাবাড়ি,মাছুম বিল্লাহ বাড়ি দাঁড়ওরপাড়া ও আলামিন বাড়ি বড়াইগ্রাম। এ সংক্রান্ত বড়াইগ্রাম থানার মামলা হয়েছে মামলা নম্বর ১৩/৬/২০২০তারিখ ধারাঃ আইন শৃঙ্খলা বিঘ্নকারী আইন (দ্রুত বিচার)(সংশোধন) আইন ২০১৯এর ৪ধারা মোতাবেক কোর্টে সোপর্দ করা হয়েছে। বড়াইগ্রাম থানার এস,আই মোঃ সনোয়ার হোসেন এদের গ্রেফতার ও মামলা বিষয় নিশ্চিত করেন। SHARES সারা বাংলা বিষয়: