বড়াইগ্রাম ভূমি অফিসের একজন করোনায় আক্রান্ত, ভূমি অফিস লকডাউন।। Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ মোঃ সুরুজ আলী, বড়াইগ্রাম (নাটোর )প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রাম উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক করোনা পজিটিভ হওয়ায় ভূমি অফিস লকডাউন ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার ভূমি অফিস এবং অফিসহায়কের নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামের বাড়ি লোকডাউন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনা শারমিন বলেন, অফিস সহায়ক গত সপ্তাহে হাল্কা জ্বর ও মাথা ব্যাথায় ভূগছিলেন। পরে বৃহস্পতিতবার (৪ জুন) তার নমুনা দিলে সোমবার রাত নয়টার দিকে ফলাফল পজেটিভ আসে। তিনি আরও বলেন, অফিসের মোট ১০ জনের নমুনা দেয়া হয়েছিল। এরমধ্যে নয় জনের নেগেটিভ এসেছে এবং একজনের পজেটিভ এসেছে। SHARES সারা বাংলা বিষয়: