ভাইবোনছড়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

খোকন বিকাশ ত্রিপুরা(জ্যাক),খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ভাইবোনছড়া ইউনিয়নের আওতাধীন বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯জুলাই) বিকাল ৩টায় ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত এ অর্থ বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের আওতাধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ১২৯জন শিক্ষকদের মাঝে জনপ্রতি ২০০০ টাকা এবং ওই প্রতিষ্ঠানের ১১জন কর্মচারীদের জনপ্রতি ১০০০টাকা করে বিতরণ করা হয়।

এসময় বিতরণ কার্যক্রমে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউএনও মাহফুজা মতিন।

এছাড়াও করোনায় ৫২ কর্মহীন পরিবহন কমী,টমটম চালকদের মাঝে জনপ্রতি ২০কেজি করে চাল বিতরণ করা হয়।