ভারতের গুজরাটে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, নিহত ১৫ Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১ ভারতের গুজরাট রাজ্যে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের ওপর দিয়ে চলে যায় ট্রাক। এ ঘটনায় পিষ্ট হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬ জন। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজ্যের সুরাট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার সকালে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পুলিশের বরাতে বলা হয়েছে, সুরাটের কোসাম্বায় মধ্যরাতে একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত শ্রমিকদের ওপরে উঠে পড়ে। প্রাথমিকভাবে ১৩ জনের মৃত্যু হলেও পরে আহতদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলা জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। জানা গেছে, মৃতরা সকলেই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। তার শ্রমিক হিসেবে গুজরাটে কাজ করতে এসেছিলেন। সুরাটের পুলিশ সুপারিটেন্ডেন্ট সিএম জাদেজা জানিয়েছেন, আখবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেটি ফুটপাথে ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয়। সোমবার রাতে প্রতিদিনের মত সারাদিনের কাজের শেষে ফুটপাথে ঘুমিয়ে ছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময়ই দুর্ঘটনা ঘটায় কারও পক্ষেই সেখান থেকে দ্রুত সরে যাওয়া সম্ভব হয়নি। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সুরাট এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। তারা উদ্ধার কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও কাজ করছে বলে দেখা গেছে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: