ভারতের সাথে সকল সীমান্ত বন্ধ News Publisher News Publisher প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১ প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে লণ্ডভণ্ড অবস্থা ভারতের। এ অবস্থায় সেখানে ছড়িয়ে পড়া ভাইরাসটির নতুন ধরন যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য ভারতের সঙ্গে থাকা বাংলাদেশের সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সীমান্ত বন্ধের এই ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আগামীকাল ২৬ এপ্রিল থেকে ১৪ দিন পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। এর আগে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এর সাবেক উপাচার্য ও জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, আমরা কিন্তু বেশ কিছুদিন আগেই সরকারের কাছে ভারতের সঙ্গে থাকা বাংলাদেশের সীমান্ত বন্ধের আহ্বান জানিয়েছিলাম। এখন আবারও একই দাবি জানাচ্ছি। একই মত দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে আমরা একটা সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছি। এ সময় আরেকটা ভুল করে নতুন কোনো বিপর্যয় ডেকে আনা যাবে না। তাই ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখা উচিত। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী অবশেষে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত এলো। SHARES জাতীয় বিষয়: