ভারতের সেরামের টিকা আসতে পারে আগস্টেঃস্বাস্থ্যমন্ত্রী Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২১ আগস্টে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আবারো অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। শুক্রবার (২ জুলাই) রাত ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ টিকা গ্রহণকালে এ আশা ব্যক্ত করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন উৎস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ডোজ টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তখন আর টিকার সংকট তৈরি হবে না। টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্না টিকার প্রথম চালানে ১২ লাখ টিকা পেল বাংলাদেশ। শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে মডার্নার এ টিকা এসে পৌঁছায়। SHARES স্বাস্থ্য বিষয়: