ভোরের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল News Publisher News Publisher প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ চট্টগ্রাম ও ঢাকাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় ভোরে ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি ভারতের মিজোরামে হলেও এর প্রভাব পড়েছে মিয়ানমারেও। বাংলাদেশ সময় ভোর ৪টা ৪০ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর ১২ ঘণ্টা আগেও একটি ভূমিকম্প হয়েছিল। ভারতের স্থানীয় সময় ভোর ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৪০ মিনিট) এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজোরামের চম্পাই এলাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এ তথ্য। ভূমিকম্প বাংলাদেশের তিন পার্বত্য জেলা এবং চট্টগ্রাম মহানগরী ও এর আশপাশের উপজেলাগুলোতেও অনুভূত হয়েছে। SHARES জাতীয় বিষয়: