ভ্যান ও ইজিবাইকের দখলে পাটকেলঘাটা ওভারব্রিজ,‘ভোগান্তিতে জনগণ’ Admin Admin প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২ বি এম বাবলুর রহমান (সাতক্ষীরা) তালা উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল পাটকেলঘাটা। এখানে ব্রীজ ও ওভারব্রিজ এর উপর অনিয়মতান্ত্রিক গ্যারেজ ও স্ট্যান্ড থাকায় পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সরেজমিনে দেখা গেছে পাটকেলঘাটা ব্রীজ ও ওভারব্রিজ এলাকা এখন দখল করে নিয়েছেন যাত্রীবাহী ইঞ্জিন ভ্যান, ইজিবাইক, মোটরভ্যান, মোটরসাইকেল, নছিমন, করিমন, মাহেন্দ্র,বাস ও মিনিবাস স্ট্যান্ড। অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক যাত্রীবাহী গন পরিবহনের স্থায়ী ও অস্থায়ী ষ্টেশন। ব্যস্ততম খুলনা – সাতক্ষীরা মহাসড়কে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি মালবাহী ও পণ্যবাহী ট্রাক আটকা পরে ঘন্টার পর ঘন্টা। পথচারীরা চলাফেরা করতে পারে না। সাতক্ষীরা থেকে আসা যাত্রীদের দুর্ভোগ চরমে গাড়ি থেকে নেমে রাস্তা পার হতে পড়তে হয় সড়ক দুর্ঘটনার কবলে। নেই কোন সড়ক ও পরিবহন আইনের বালাই। নেই কোন ট্রাফিক পুলিশের ব্যাবস্থা। ছোট্ট একটি ওভারব্রিজ একপাশে দাঁড়িয়ে আছে তিন সারি ইঞ্জিন ভ্যান,অপরদিকে ইজিবাইক ও মহেন্দ্র। আবার একি স্থানে দাঁড়িয়ে আছে সাতক্ষীরা থেকে আসা খুলনা ও যশোরগামী বাস। এবং খুলনা ও যশোর থেকে আসা সাতক্ষীরা ও শ্যামনগর গামী যাত্রীবাহী বাস ও মিনিবাস। ঢাকা থেকে সাতক্ষীরা গামী ও সাতক্ষীরা থেকে ঢাকাগামী পরিবহন তো আছেই। অপর দিকে ভোমরা স্থলবন্দর থেকে পণ্যবাহী ও মালবাহী ট্রাক আটকে পড়ে আছে। ভোগান্তি শুধু সাধারণ যাত্রীদের মাথাব্যথা নেই কোন মহলের। দেখা গেছে পাটকেলঘাটায় ওভারব্রিজ এ আছে দুই টি বাসস্ট্যান্ড,একটি মোটরসাইকেল স্ট্যান্ড, দুই টি ইজিবাইক স্ট্যান্ড, দুই টি মহেন্দ্র স্ট্যান্ড, একটি টি ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড, দুই টি মোটরভ্যান স্ট্যান্ড,ও একটি নছিমন করিমন স্ট্যান্ড। জনগুরুত্বপূর্ণ ব্যাস্থতম এই সড়কে যেখানে এতগুলো অবৈধ যাত্রীবাহী স্ট্যান্ড সেখানে নেই কোন প্রকার ট্রাফিক ও হাইওয়ে পুলিশের তদারকি ব্যাবস্থা। যাত্রীদের ধারনা কোন মহলের ছত্রছায়ায় এতগুলো অবৈধ স্ট্যান্ড করে দখলে নিয়েছে এই রাস্তাটি। সাতক্ষীরা থেকে খুলনা গামী বাস ড্রাইভার মতিয়ার রহমান ও খুলনা থেকে আসা তকিম উদ্দিন বলেন এখানে গাড়ি দাঁড়িয়ে যাত্রীদের নামানোর তেমন জায়গা পাওয়া যাইনা,কি বলবো জানিনা। কয়েকজন ইঞ্জিন ভ্যান চালকের কাছে তাদের এই রাস্তা দখলের কথা জানতে চাইলে তারা জানান আপনার কাজে যান আপনাকে বলবো কেন। এখানে আবার আছে সকল স্ট্যান্ড এর সমিতি,ও স্ট্যাটার তারাই মূলত এগুলো দেখা শুনা করেন। সমিতির একাধিক সিন্টিগেট কয়েকটি সমিতির সভাপতি ও সম্পাদক এর সাথে কথা বলে জানা গেছে কোন স্ট্যান্ড উপজেলা বড় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় পরিচালনা হয়। আবার কোনটা নিজেরাই সরকারি দলের বড় পদে থেকেই তৈরি করেছেন বলে জানান।তিন চাকা চলবেনা সড়ক ও মহা সড়কে এমন আইন থাকলেও মনে হয় রাজনীতি দলের ছত্রছায়ায় থাকলে সব সম্ভব এমনটাই মনে করেন ওভারব্রিজ এর ব্যাবসায়ীরা । পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, এখানে বৈধ স্থায়ী কোন স্ট্যান্ড নেই। তারা যানজট এড়াতে মনিটারিং করেন। তবে স্থায়ী ভাবে কোন স্টেশন না হলে এটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। SHARES সাতক্ষীরা বিষয়: