মনিরামপুরের রাজগঞ্জে আগুনে পুড়ে দুই সন্তানের মায়ের মৃত্যু

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় চুলার আগুনে পুড়ে নূরজাহান বেগম(৪৬) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ একই গ্রামের মোটরসাইকেল চালক আশিকুর রহমান অচি কারিকরের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার মুখ ও গলাসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে ঝলসে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে বাড়িতে কেউ ছিলেন না। কাঠের চুলায় রান্না করছিলেন নূরজাহান। ওই সময় স্ট্রোক করে পড়ে যান তিনি। পরে চুলার আগুন কাপড়ে লেগে গেলে তাতেই পুড়ে মারা যান তিনি।

খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে যান রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শাহজাহান আহমেদ। তিনি বলেন, লাশের মুখ ও গলাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। স্বজনদের দাবি তিনি স্ট্রোক করে পরে আগুনে পুড়ে মারা গেছেন। প্রকৃৃত কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।