মহালছড়িতে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার Twipra Jack Twipra Jack প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার। আজ মঙ্গলবার(২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় হাটের দিন খোলা বাজারে বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আফরোজ ভূঁইয়া, মহালছড়ি থানার উপ-পরিদর্শক দুর্জয় ভট্টাচার্য্য। তবে মদ বিক্রেতারা ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতি টের পেয়ে মদ রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত মদসমূহ ধ্বংস করা হয় এবং পরবর্তীতে মদ বহন ও বিক্রয় না করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার সকলকে সতর্ক করেন। SHARES খাগড়াছড়ি বিষয়: