মানবপাচারে সক্রিয় দেশের বিভিন্ন চক্র Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ গতকয়েকদিন আগে লিবিয়ার মোজদা শহরে ২৬ বাংলাদেশীসহ ৩০ জনের মৃত্যু অনেককে নতুন করে মানবপাচার নিয়ে ভাবতে বাধ্য করেছে। সাথে আইন শৃংখলা বাহিনীও তৎপর হয়ে পড়েছে। ঢাকা গোয়েন্দা বিভাগ জানিয়েছে আরো কয়েকশ বাংলাদেশী লিবিয়ায় জিম্মি আছে।বিভিন্ন সুত্রে জানা গেছে ৪৫ জনের একটি চক্র লিবিয়ায় শক্রিয় মানব পাচারের কাজ করছে। দেশের অভ্যন্তরে ২২ টি চক্র শনাক্ত করেছে ডিবি। যারা ৬ টি দেশে মানব পাচারের কাজে জড়িত।২২ টি নির্যাতন ক্যাম্পে আটকে রেখে মুক্তিপণ আদায় করার কাজ করে। বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অনেকদেশ থেকে হতদরিদ্র মানুষ ইউরোপের উদ্যেশ্যে নিজের সব কিছু দালালের হাতে তুলে দেয়।দালালরাও এ সুযোগে অসহায় মানুষকে প্রলোভন দেখিয়ে সব হাতিয়ে নেয়। SHARES প্রবাস বিষয়: